মাতৃআঁচল - আব্দুল্লাহ আল মামুন রিটন


আমি যখন সবুজের কোলে মিষ্টি বিকেলে
তখন আমার সমস্ত পাপ মুক্ত কাঙাল মন,
যমুনার জলে ধুয়ে নেই জীর্ণ জীবনের দুঃখ
বাংলার বুকে দেখি এখনো মুক্ত উজ্জ্বল সুখ
ভালোবাসার গান শোনায় রোজ দোয়েল টিয়া।

আমি প্রতিদিনই সিক্ত হই বাঙালি আবেগে
গ্রাম্য পথে প্রান্তরে খুঁজে নেই সজীব আনন্দ
কি এক গভীর সোঁদা মাটির তীব্র আলিঙ্গন
আমাকে রোজ বাঁধে গোপনে, রাখে যতনে
আমি রোজ অনুভব করি কোথায় আমার সুখ।

এই দেশ ও মাটির কাছে যে কখনো আসেনি
সে দেখিনি কখনও প্রকৃতির নির্ভেজাল টান
দেখেনি ঈশ্বর কত নিচে এসে নেমে সাজায় মাটি
লাল নীল সবুজ বহু বর্ণের অপরূপ ধরণিতল
এ আমার দেশ, এ আমার মা ও প্রিয় মাতৃ আঁচল।
RITON

সম্পাদক (শব্দনগর), লেখক, আবৃত্তিকার, বিশ্লেষক

Post a Comment

COMMENTS

Previous Post Next Post

POST ADS 2