আমি যখন সবুজের কোলে মিষ্টি বিকেলেতখন আমার সমস্ত পাপ মুক্ত কাঙাল মন,যমুনার জলে ধুয়ে নেই জীর্ণ জীবনের দুঃখবাংলার বুকে দেখি এখনো মুক্ত উজ্জ্বল সুখভালোবাসার গান শোনায় রোজ দোয়েল টিয়া।আমি প্রতিদিনই সিক্ত হই বাঙালি আবেগেগ্রাম্য পথে প্রান্তরে খুঁজে নেই সজীব আনন্দকি এক গভীর সোঁদা মাটির তীব্র আলিঙ্গনআমাকে রোজ বাঁধে গোপনে, রাখে যতনেআমি রোজ অনুভব করি কোথায় আমার সুখ।এই দেশ ও মাটির কাছে যে কখনো আসেনিসে দেখিনি কখনও প্রকৃতির নির্ভেজাল টানদেখেনি ঈশ্বর কত নিচে এসে নেমে সাজায় মাটিলাল নীল সবুজ বহু বর্ণের অপরূপ ধরণিতলএ আমার দেশ, এ আমার মা ও প্রিয় মাতৃ আঁচল।
Tags:
কবিতা