ফিরে আসি নিজস্ব অস্তিত্বে || - আব্দুল্লাহ আল মামুন রিটন

হিমাঙ্কের নীচে যদি নেমে যেত কিছু অনুভূতির তাপমাত্রা
তাহলে আমিও হতাম জগত জয়ী ভিন্ন কেউ অন্য মানুষ
যদি মুখের উপরে লটকাতে পারতাম চকমকে কোন মুখোশ
দেখতে পৃথিবীর সমস্ত আবর্জনা সহ পবিত্রও আমার বন্ধু।

অথবা আগ্নেয়গিরির মত উগলে দিতে পারতাম উষ্ণ অনুভূতি
আমার প্রেমেও দেখতে পেতে পরকীয়া সহ সমস্ত ঢলাঢলি
কাব্য আর কবিতার মাঝে যদি তুলে দিতে পারতাম বার্লিন প্রচীর
তুমিও দেখতে ইনবক্সে আমার রসালো বিপরীত চরিত্র ও মুখ।

সস্তা জনপ্রিয়তার স্রোতে হে বন্ধু, ভাসাতে পারিনি ডিঙ্গি নাও
তাই টলে টলে পড়ে মরে বারবার ফিরে আসি নিজস্ব অস্তিত্বে।

RITON

সম্পাদক (শব্দনগর), লেখক, আবৃত্তিকার, বিশ্লেষক

Post a Comment

COMMENTS

Previous Post Next Post

POST ADS 2