এই যান্ত্রিক শহরে
মানুষের মিছিলে কঙ্কাল হেঁটে যায়।
আবেগ শূন্য জীর্ণ খোলসে
জীবনের একটুও ছোঁয়া নাই।
কাঁধে কাঁধ রেখে যত হয় ছল
তার চেয়ে ঢের ভালো পদ্মার জল।
উঁচু–নিচু পাহাড়ি খাঁজ
তবু মেলে সবুজে ও সমতলে,
যান্ত্রিক শহরটা স্পষ্ট দুভাগ
কিলবিল ঠাঁসাঠাসি মানুষে মানুষে।
মানুষের মিছিলে কঙ্কাল হেঁটে যায়।
আবেগ শূন্য জীর্ণ খোলসে
জীবনের একটুও ছোঁয়া নাই।
কাঁধে কাঁধ রেখে যত হয় ছল
তার চেয়ে ঢের ভালো পদ্মার জল।
উঁচু–নিচু পাহাড়ি খাঁজ
তবু মেলে সবুজে ও সমতলে,
যান্ত্রিক শহরটা স্পষ্ট দুভাগ
কিলবিল ঠাঁসাঠাসি মানুষে মানুষে।
Tags:
কবিতা