যদি ঝিম ধরা একলা রাতের বুকে
অলস চাঁদটি আজ আর নাইবা জাগে
তোমার চিবুক ছুঁয়ে দুরন্ত স্পর্ধায়
ঘন নেবুলার মেঘ না হয় নেব ডেকে।
দুরত্বের পরেও যদি ঢের দুরত্ব থাকে
মেঘেদের ডেকে নেব ঠিক পালকি হতে
এই যাত্রায় আমি আর ফিরবো না একা
সাথী হও তুমি এবার এই নক্ষত্র লোকে।
Tags:
কবিতা