ক্রমিক - আব্দুল্লাহ আল মামুন রিটন




যা চলে গেছে তা রেখে যায় নিরেট পলি
যে পলিতে ধীরে ধীরে জীবনের বীজ ফুটে
গন্ধ ছড়াতে থাকে শিউলি বকুল হাসনাহেনা
বাকিটা বিস্তৃত ফসলি সবুজ।
আসলে কিছু চলে যায় না,
রূপান্তরে থেকে যায় নতুন কোনো সৌরভে দিগন্ত ভাসিয়ে।

আমিও একদিন চলে যাব সময় এলে
আমার কঙ্কাল মানচিত্রে কিছু ধুলা জমা রেখে
তারপরেও মাটি হলে বৃক্ষের পাতাজুড়ে সজীব হব
আবারও কথা কব হেমন্ত ফাল্গুন চৈত্র বর্ষাজুড়ে।
আসলে আমি কখনোই যাব না তোমাদের ছেড়ে
থেকে যাব প্রকৃতির ভাঁজে, ভিন্ন ভিন্ন নতুন কোনো চিত্রাঙ্কনে।
RITON

সম্পাদক (শব্দনগর), লেখক, আবৃত্তিকার, বিশ্লেষক

Post a Comment

COMMENTS

Previous Post Next Post

POST ADS 2