কিছুটা বৈশাখ থাক চিবুক ছুঁয়ে
ঝড় হোক বা না হোক আঁধার থাক
ওতেই স্পষ্ট হবে আরও কিছু গভীর স্পর্ধা।
কিছুটা হিম হলে হোক দৃষ্টি
বরফ চুঁয়ে নেমে লটকে থাক ঠোঁটে
চকচক করুক ভ্রু'তে ভীষণ আবেগি টান।
অস্তিত্ব ছুঁয়ে গেঁথে থাক বসন্ত কাল
জেগে থাক অবয়বে বাসন্তী সুবাস
একটা ভীষণ আকর্ষণে জেগে থাক ঘ্রাণ।
কিছুটা আষাঢ় থাকে থাক চোখে
গাল ছুঁয়ে থাক শিশির কণার যথেষ্ট স্পর্শ
স্পষ্ট হোক ছুঁয়ে দেখার তীব্র আকাঙ্ক্ষা।
আমিও না'হয় কিছুটা কবি হবো তখন
শব্দের লাগাম ছেড়ে আঁকবো তোমায়
কাব্যচিত্র জুড়ে স্পষ্ট হবে উচ্ছল বাসনা।
- আব্দুল্লাহ আল মামুন রিটন
Tags:
কবিতা