অদ্ভুত এক উজ্জ্বল আলোতে
বুকের ভেতর জ্বলতে থাকে সুপারনোভা।
আমি কি তবে শেষ হব এখানেই
না কি আবার কিছু জন্ম দেব নক্ষত্রের মতো?
আমি ফুরাতে চাই না এভাবে
আমি চাই আমার মৃত্যুর পরেও জন্মাক বৃক্ষ।
অথবা আবার নতুন একটি আমার মুখ
ঠিক আমার মতই আরও একটি হুবহু চিহ্ন।
Tags:
কবিতা
মন্তব্য