তোমার সাথে প্রেম করে একটা মানচিত্র পেয়েছি
সেখানে আইল দিয়ে একটা এলাকা হয়েছে ঠিকই
যেখানে ফসলের পরিবর্তে এখন জঙ্গল জন্মে।
আমি হাড় মাংস এক করে বীজ বপন করি
সে বীজেও লুকানো থাকে আগাছার জাত
গাছ হয় ঠিকই, জাত ফলের সন্ধান নেই তাতে।
বত্রিশবার লাঙল দিয়ে যে উর্বর মাটি উঠাই
সে মাটিতেও ছত্রিশ হাজার পরিকল্পিত পোকা
এই ভূখণ্ডে তোমার আমার প্রেম অভিশাপ যেন।
কোনোকালেই এখানে জন্মাতে দেবে না ঈশ্বর ফসল
ক্রমে ক্রমে শরীরের ঘাম আর রক্ত ঝরবে ঠিকই
অন্ন পাবে না কোনো কালে এই অভিশপ্ত মানচিত্রে।
Tags:
কবিতা