অলস রাত্রি " - আব্দুল্লাহ আল মামুন রিটন

 


অনন্ত আকাশের কার্নিশের ঝুলন্ত চাঁদ

আমার রাত্রির হিম স্বপ্নকে আলো দেয়

আমি বয়সের উঠানে বসে কবিতা খুঁজি।


এখানে ছোট ছোট তারাগুলো শব্দ উৎস

গভীর নিঃশ্বাসেরা যেন একেকটি উচ্চারণ 

আমি বিভোর হয়ে মালা গাঁথি অতীতের।


কোনো একদিন দিন ও রাত একই ছিল

ছিল দুরন্ত কোলাহলের উচ্ছল দামামা

ছিল জীবন, ছিল পরিপাটি তীক্ষ্ণ চোয়াল।


আজও জীবন আছে, শুধু সেই সূর্যটা নেই

কোলাহল নেই, নেই অহেতুক কোনো স্পর্ধা

আছে মলিন অন্ধকার, আছে রাতের নীরবতা।

RITON

সম্পাদক (শব্দনগর), লেখক, আবৃত্তিকার, বিশ্লেষক

Previous Post Next Post

বিজ্ঞাপন