এই সব সুনামির তাণ্ডব
ঝলসে দেওয়া সূর্যের তাপ
জমে দেওয়া হিমেল বাতাস
সব সয়ে যাবে ঠিক একদিন।
মানুষ এই যন্ত্রণার কথা ভুলে
পরাধীন প্রকৃতির উর্বর বুকে
এই মানুষেরাই উড়াবে নিশান
দখলে নেবে সব ঠিকই একদিন।
থাকবে না বারুদ ধোঁয়া
স্বজন হারানো স্বজনের কান্না
প্রতিবাদের এই তীব্র মিছিল
একদিন ঠিকই দেখ বদলে যাবে।
শিশু ও কিশোর সাথে বৌ-ঝি
এক সাথে হবে আনন্দ মিছিল
স্লোগানে স্লোগানে মুখরিত পৃথিবী
ভালো আছি, থেমে গেছে সব অশনি।