অথচ - আব্দুল্লাহ আল মামুন রিটন

 


শঙ্খচিলের ডানায় রক্ত 
নখে ঝুলছে স্বপ্নের দেহ
ছিন্নভিন্ন কঙ্কালে তবুও 
কিছু আকুতি লুকানো ছিল।

কেউ এখন আর সংঘবদ্ধ নয়
কবিতার মতো শৃঙ্খলাও নেই
কেমন যেন পাথরের ধস
চারিদিকে বিচ্ছিন্ন কোলাহল।

জেগে উঠেছে কিছু উন্মাদ
উচ্চারণেও কেমন যেন ভয়
কেমন যেন সবই ব্যক্তিগত 
অথচ কি যেন প্রয়োজন ছিল।
RITON

সম্পাদক (শব্দনগর), লেখক, আবৃত্তিকার, বিশ্লেষক

Previous Post Next Post

বিজ্ঞাপন