মানুষ ছিল না - আব্দুল্লাহ আল মামুন রিটন



মানুষ তখনও দাঁড়িয়ে ভিডিও করতে খুব ব্যস্ত ছিল
একটি মেয়ে আগত ট্রাকের ধাক্কায় ছিটকে গিয়েও
জীবন আর মৃত্যুর মাঝখানে একজন সাহায্যকারী খুঁজছিল।

পরে হয়ত মেয়েটির মৃত্যুর ভিডিও একদিন ভাইরাল হবে
ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক অথবা টিভি চ্যানেলে।

লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব- আহ্ রে নেটওয়ার্ক
আহ্ কী মর্মান্তিক মৃত্যু! আহ্! মানুষ কি ছিল না ওখানে?
ছিল, নেটওয়ার্ক ছিল, মোবাইল ছিল, সাথে মাস্কুলিন ছিল।


 

RITON

সম্পাদক (শব্দনগর), লেখক, আবৃত্তিকার, বিশ্লেষক

Previous Post Next Post

বিজ্ঞাপন