কী ছিলে তুমি বুকে?
তুমি নাই কিছু নাই
হাহাকার কেন জাগে!
কী করেছিলে আমাকে?
যদি না কাছে থাকো
মেঘনার জল যায় শুকিয়ে!
কী দিয়েছিলে আমাকে?
বারবার বহুবার পেয়েও
তৃষিত চর যমুনার বুকে!
কী হতে চেয়েছিলে আমার?
দুচোখে যদি না থাকো তুমি
বৃষ্টি নামে মেঘের বুক চিড়ে!
কী জাল বিছিয়েছ মনে?
ঘর ছাড়া পাখি ঘরে এলো
স্বাধীনতার কথা বেমালুম ভুলে!
Tags:
কবিতা