নূব্জ্য কৃপণ
– আব্দুল্লাহ আল মামুন রিটন
আমার সময় খুঁড়ে আমি অবসর তুলে আনি,
ওটা আমি চাই।
মানুষ যখন ব্যক্তিগত ব্যস্ত চাপে নিত্য ন্যুব্জ,
তখন ওই সস্তা অবসর থেকে তাকেই দেই ধার,
ওটা আমার ইচ্ছে, আমি রোজ দিতে রাজি।
এভাবেই অহেতুক সময় ব্যয় করে
রোজ রোজ সোজা করি ঘাড়-কুঁজো
যদি সে দাঁড়ায়, উপরে তাকায়! আকাশ পানে! বিস্তর নীলে!
সে দেখায় যদি সে প্রাণ পায়, সে আমার অহেতুক আর নয়,
সার্থক হয় নিজস্ব প্রতিটি নিশ্বাস।
ওটা জীবন নয় কুঁজো, যতটা তুমি তোমাকে দেখতে চাও
ওটাই জীবন যেটা উন্মুক্ত, ডানে বাঁয়ে আকাশের নীলে,
যদি তুমি ওটা সত্যিই কখনো সোজা হয়ে দেখতে পাও।
Tags:
কবিতা