পলিশ করা মুখোশ প্রবন্ধ ও কবিতা আমার
ইদানীং এইরকমই আমি, বৈপরীত্যে ভিন্ন চরিত্র।
ইদানীং আমি নিজস্বতে ভীষণ সতর্ক
কে পেলো আর কে যে মলো, তাতে কী ভাই
ওটা এখন বিষয় না, ভাবনাতে আর খেলে না।
যে বা যারা- মরে মরুক, আমার চাই, আমি বাঁচি,
পকেট আছে সুতো সেলাই,এই হাতটা পাতাই থাক।
কে খেলো আর কী খেলোনা, উচ্ছন্নে যাক
আমার বেলায় হিসাব একই,দিতে হবে ষোল আনা।
নগদে যেটা? ওটা খাবে যদু-কদু আর মধুর বাপ
আমার জন্য ফ্রী-টুকু ভাই কেটে রাখ, হিসাব সোজা।
ডোবে ডুবুক লাইলীর বাপ, ঘাড়ে আমার থাকলো পা
লাশ হয়ে যাক ছলিম কাকা, ওটাই হবে ডিঙ্গি নৌকা
ভর বর্ষায় যখন ডুববে সবাই, ঐ ডিঙ্গিটাই শেষ ভরসা।
Tags:
কবিতা