নোটিশ - আব্দুল্লাহ আল মামুন রিটন




আমি যতবার আমাকেই খণ্ডিত করেছি
দেখেছি অসার হৃৎপিণ্ড, দেখেছি স্থবির নালি
বয়ে চলা রক্তে ভেসে বেড়ানো অবান্তর স্বপ্ন 
শিরায় শিরায় অলস প্রেম ফাঁক খোঁজে মুক্তির
মন্থর স্রোতে অনাদি কালের শ্যাওলা জমেছে
থেমে থেমে চোখের কর্নিয়া কেঁপে ওঠে ভয়ে
এই বুঝি সম্পূর্ণ থেমে গিয়ে নোটিশ ঝুলাবে
- অবাঞ্ছিতের অবান্তর জীবনের হলো অবসান।
RITON

সম্পাদক (শব্দনগর), লেখক, আবৃত্তিকার, বিশ্লেষক

Post a Comment

COMMENTS

Previous Post Next Post