সূর্যের সৃষ্টির আগেই পানির জন্ম হয়েছিল

 



সূর্যের সৃষ্টির আগেই পানির জন্ম হয়েছিল। কি অদ্ভুত মনে হচ্ছে তথ্যটি? তো চলুন জানা যাক কিভাবে তাহলে এটা সম্ভব হয়েছে। আমরা দৈনন্দিন জীবনে যে পানি অপরিহার্য হিসেবে ব্যবহার করি পান করি এবং শুধুমাত্র মানুষ ই না অন্য জীবনের জন্যেও যে পানি অপরিহার্য, যে পানি ছাড়া জীবন অসম্ভব বলে আমরা জানি সেই পানি তাহলে কীভাবে এই পৃথিবীর বুকে এলো?
একদল গবেষক বলছেন পৃথিবীর এবং সূর্য জন্মের আগেই পানির অস্তিত্ব সৃষ্টি হয়েছিল। এটার প্রমাণ তারা পেয়েছেন অন্য একটি নক্ষত্রের জন্মলগ্ন পর্যবেক্ষণ করে। তারা দেখেছেন স্টার সৃষ্টির আগেই সেখানে পানির অস্তিত্ব সৃষ্টি হতে শুরু করে। এবং সেখান থেকেই একসময় ধূমকেতুসমূহের মাধ্যমে পৃথিবীর বুকে পানি এসে পৌঁছেছে।
গবেষকদের দল বলছেন "আতাকামা লার্জ এরে মিলিমিটার টেলিস্কোপকে কাজে লাগিয়ে তারা 1300 lights years দূরের একটি তারার জন্ম নেবার পদ্ধতির দিকে নজর দিচ্ছেলেন তারা। সেখান থেকেই তারা দেখতে পান যে কিভাবে স্টার বা নক্ষত্র জন্ম নেবার আগেই সেখানে পানির একটি বলয় তৈরি হয়। বিষয়টি এরকম।
কোন স্টার জন্ম নেবার পূর্বে সেখানে ধুলো এবং হাইড্রোজেন গ্যাসের মেঘের বিশাল স্তূপ তৈরি হয়। সেই স্তূপ লম্বা সময় ধরে ধিরে ধিরে পঞ্জিভূত হতে থাকে। এভাবে পঞ্জিভূত হবার কারণেই সাধারণত এর কেন্দ্রে স্টার জন্ম নেয় এবং এর বাহিরের অংশ থেকে সৃষ্টি হয় গ্রহ উপগ্রহ এবং ধূমকেতুসমূহের। এভাবেই স্টার বা নক্ষত্র এবং গ্রহ উপগ্রহের জন্ম হয়ে থাকে।
বিজ্ঞানীদের সেই দল বলছেন এই স্তূপেই পানিরও একটি বলয় তখনই তৈরি হয় বরফ আকারে। যার জন্যই বিজ্ঞানীদের ধারণা কোন স্টার বা নক্ষত্র তৈরি হবার আগেই সেখানে পানির অস্তিত্ব তৈরি হয়ে থাকে, যেটা পরে কোন উল্কার বা ধূমকেতুসমূহের মাধ্যমে গ্রহে এসে পৌঁছে।
- আব্দুল্লাহ আল মামুন রিটন
RITON

সম্পাদক (শব্দনগর), লেখক, আবৃত্তিকার, বিশ্লেষক

Post a Comment

COMMENTS

Previous Post Next Post

Nbanur

Ads