" পরিবর্তন " - আব্দুল্লাহ আল মামুন রিটন



পুরোনো হয় না জীবন পুরোনো হয় না নিশ্বাস, 
ক্রমাগত সময় চলে গেলে পুরোনো হয় শুধু বিশ্বাস। 
নদীজল চলে গেলে পড়ে যে চরা একদিন ওঠে জেগে 
সে চরায় বসতি হয় ঠিকই নতুন আষাঢ়ে তাও যায় ভেঙে। 
পলির তেজে সবুজ এলেও দিন শেষে সেখানেও ধীবর, 
মলিন হয় সময়ের কাঁটা ভাসতে থাকে উপচে বিবর। 
নতুন মানুষ পুরাতন হলে পড়ে ছিঁড়তে থাকে সাময়িক বন্ধন, 
পাশেই থাকে দিন-রাত-কাল কমতে থাকে শুধু মানবিক ইন্ধন।

1 Comments

COMMENTS

  1. বাঃ। ভীষণ সুন্দর ❤️❤️

    ReplyDelete
Previous Post Next Post