বসন্তের নবী - আব্দুল্লাহ আল মামুন রিটন


ধরার বুকে আসলো নেমে
ভীষণ আভা রবি আলোর,
দু'জাহানের দিতে নাজাত
সরল সুন্দর সঠিক ভালোর।
আমিনা মা'য়ের কোলে এসে
আঁধার কেটে আলো ছড়ালেন
আকাশ বাতাস উঠলো হেসে
গরীব দুঃখী বুকে জড়ালেন।
দিক দেখালেন বিপথগামীর
উঠলো কেঁপে শোষক শাসক
মরুর বুকে উঠলো আওয়াজ,
ন্যায়ের পথের সঠিক বাহক।
মুহাম্মদ আমার সেই সে নবী
রূপের তেজেই বিশ্ব আলো
তার দেখানো পথেই হেঁটে
আঁধার মনেই প্রদীপ জ্বালো।

Post a Comment

COMMENTS

Previous Post Next Post