বড়লোকের অভাবটাও অহংকারের। এজন্যই সমস্যাই আছি বললে সম্মান যায় না। অথচ মধ্যবিত্তের ঐ একই কথা বড়লোকদের কাছে মনে হয় - "দেওয়ার যোগ্যতা নেই বা দেওয়ার ক্ষমতা নেই" এজন্যই এই বাহানা।
বড়লোকের কাছে নিজের সম্মান যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গরিবের সম্মান তাচ্ছিল্যের। ওরা বোঝেই না, গরিবের সম্পদ না থাকলেও সম্মান বোধ প্রখর হয়। নিরেট হয়।
Tags:
জীবন যাপন