আমার আদ্যোপান্ত জেনে গেলে
অদ্ভুত এক ঘৃণা টেনে নেবে মনে।
আপাদমস্তক যে আমাকে দেখছ
ওটা রঙিন পলেস্তারে ঢাকা শরীর
ভেতরে যে অমানুষ লুকিয়ে থাকে
যে গল্প সোনায় সোনার পাহাড়ের
সে তো নিছক ঢাকনা, মুখ লুকানো।
আমি তাই যা আমার বিপরীত সব
পলেস্তারে ঢাকা মানুষ খেকো অমানুষ।