তেল থেকে ঘি - আব্দুল্লাহ আল মামুন রিটন


 তেল থেকে ঘি

- আব্দুল্লাহ আল মামুন রিটন

এবার ভালোবাসার স্তবক আউরে
খুঁজে নিও ব্যক্তিগত স্বেচ্ছাচারিতা
চায়ের দোকানে অথবা কফিশপে
পায়ে পা লাগিয়ে জানান দিও আমি আছি।

অহেতুক তাল পাকিয়ে কি হাল ধরা যায়?
তার চেয়ে বরং একটু কৌশলী হলে বেশ
ঢাল তলোয়ারের ঐ যুগ আর নেই বাছা
মাথায় তেল ঢালো, নিচে বাটি ধরো
দেখবে তেলের বিবর্তনে তুমিও ঘি'য়ে ধন্য।

যদি অথর্ব হও ক্ষতি নেই, যদি মগজ থাকে
এ রাজ্যের রাজত্ব নিশ্চিত তোমার একার,
তুমি অবলীলায় খুলু হলেও খুলুর রাজা
ভালোবাসার কমতি রেখ না, দেখাও তুমিও প্রেমিক।

Post a Comment

COMMENTS

Previous Post Next Post