ফেরে না - আব্দুল্লাহ আল মামুন রিটন

 


 
বিবর্ণ সময়
থেমে থাকে
ঘড়ির কাঁটায়।
আমি চেয়ে থাকি
দেখি কীভাবে 
জমে আছে স্মৃতি
ধূসর দেওয়াল জুড়ে।

আমি শুধু দেখি
পাঁজর কাঁটার দাগ
কীভাবে ক্ষয়ে ক্ষয়ে
প্রতিটি সূর্যাস্ত দেখে।
দিন শেষে প্রতিদিন 
কীভাবে মরি আমি
সময়ের অপেক্ষায়
রোজ দুয়ারে দাঁড়িয়ে।

কেউ চলে গেলে
সে আর ফেরে না
ফেরে না কখনও
হয় না নতুন করে শুরু।
যদিও সূর্য ফেরে
রাত শেষে পূবে
মানুষ ফেরে না
ফেরে না সেই শুরুতে।
RITON

সম্পাদক (শব্দনগর), লেখক, আবৃত্তিকার, বিশ্লেষক

2 Comments

COMMENTS

  1. চমৎকার সৃজন।

    ReplyDelete
  2. ভীষণ সুন্দর লিখেছেন। অনবদ্য। সত্যিই তো সব ফেরে অথচ মানুষ ফেরে না ❤️

    ReplyDelete
Previous Post Next Post