যে অরণ্য দিনে দিনে হয়েছিল গভীর
সবুজের হাতছানিতে ডেকে এনেছিল পাখি
ছোট বড় বৃক্ষের নিচে গড়ে উঠেছিল বসতি
সেখানে আজ এখন পড়ে আছে লাশেদের ছাই।
অরণ্য আর অরণ্য নেই, নেই জীবনের দম
পাখিরাও রেহাই পায় নি হিংস্র বিস্ফোরণ থেকে
পুড়ে গেছে বৃক্ষ, পাহাড়, ছোট ছোট ভ্রূণের ঝাঁক
ছাই হয়ে পড়ে আছে মানুষের সাথে মানবাধিকার
কিছু মানুষ আতঙ্কিত, আশ্রিত ছিল অভয়ারণ্যে
তাকেও পুড়িয়ে দাঁত মাজতে ব্যস্ত বিশ্ব বধির বিবেক।
Tags:
কবিতা