বর্ণে বর্ণে সুসজ্জিত শব্দ সুউচ্চ ইমারত
ওগুলো আমার কলম কাগজের কেরামতি!
বাস্তবে আমি বিকলাঙ্গ, অথর্ব আমার আমি
নিস্তেজ অথচ নগ্ন শরীর ঢাকি এই শব্দে বর্ণে।
আমি কখনই গর্জে ওঠার মত কেউ না,
আমি কখনই পবিত্র হওয়ার মত কেউ না
আমি কখনই কলম ও কাগজের মত না
আমি কখনই আমি যা লেখি ওটাও তো না।
অনাচারে হাত ওঠেনা শ্লোগানের মিছিলে
অর্ধ নগ্ন শরীর আমাকে আরও নগ্ন করে
তামাশা পারি আমি, তামাশার খেলা খেলি
কলমের প্রতিবাদ আমার কণ্ঠে জোটে না।
আসলে আমি শব্দে বর্ণে নিজের বাসনা ঢাকি
আড়াল করি লম্বা জিহ্বা আর অবাধ্য দুটি চোখ
গোপন করি গোপন দুর্বলতার দুর্গন্ধের পচা ঘা
আসলে আমি কবি নামের শুধুই কলম ভদ্রলোক।
যা দেখছো কবিতার ভাঁজে, ও দেবতা আমি না।
ব্যক্তিগত ইচ্ছার দাস আমি, মুক্ত চেতনা কী জানি না।
Tags:
কবিতা