চলো হেঁটে হেঁটে দেখে আসি জীবন
ছোট ছোট ধাপে, টুকরো হাসির ফাঁকে
দেখি আসি কোথায় নদী ও ঝর্ণাধারা
কোথায় ঝড়লো শেষে শীতল বৃষ্টিকণা।
চলো, আরেকটু হেঁটে আসি বাকি পথ
আরেকটু বেঁচে থেকে দেখি কি সুখ
দেখি কোথায় সবুজের অরণ্য গুঞ্জন
কোথায় বিপরীতেও মিলত বন্ধন অটুট।
সীমানা না দেখি সীমান্ত ওখানেই থাক
আমরা চলো হেঁটে যাই ঠিকানা ছেড়ে
বৈরুত থেকে ইস্তাম্বুল হয়ে স্লোভকিয়া
যুদ্ধাহত রক্ত দাগে লিখে দিই প্রেম আছে।
Tags:
কবিতা