রাতও ঘুমিয়ে গেলে ঢলে পড়ে চাঁদ,
দিগন্ত দখলে নেয় শৈশব ও কৈশোর।
শেষ দিকের পথিকেরাও তখন ক্লান্ত,
শ্রান্ত চোখে খুঁজতে থাকে অতীত—
রুপালি চাঁদের আলোয় ঝাপসা দিন।
দিন শেষের জীবন শীর্ণ চোখে দেখে
ফেলে আসা কিশোরী নদী ও ঘাট,
তেপান্তর জুড়ে বিস্তৃত ফসলি জমি,
ঝাঁক বেঁধে উড়ে চলা মুক্ত পাখির দল।
বয়স্ক জীবনের চোখ থেকে ঘুম উধাও,
খোলা জানালায় থুতনি রেখে ভাবতে থাকে—
"আহারে সোনালি দিন, ফুরালো শেষে।"
Tags:
কবিতা