আমি আব্দুল্লাহ আল মামুন রিটন। সাহিত্য জগতে অনেকেই আমাকে সংক্ষিপ্তভাবে: "আল মামুন রিটন" হয়তো চিনে থাকবেন। বাবা মায়ের একমাত্র ছেলে। বড় বোনের পরেই আমার জন্ম ১৯৭৩ সালে। মা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন ছাত্র জীবনে। বাবা পানি উন্নয়ন বোর্ডে চাকুরি করতেন। ত্রিশ পারার হাফেজ হলেও জেনারেল লাইনে পড়াশোনা করে সরকারি চাকুরিতে অংশ নেন। বাংলাদেশের মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করার কারণে তিনিও একজন বীর মুক্তিযোদ্ধার সম্মানে সম্মানিত হন। ২০০০ সালে হৃদরোগের কারণে মাত্র ৫৫ বছর বয়সে তিনি পরলোকগত হন। মা যেহেতু ছাত্র রাজনীতির একজন স্বক্রিয় নেত্রী ছিলেন সেজন্যই সম্ভবত বাবার মৃত্যুতে শোকাহত হলেও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে জীবনের সাথে একরকম সংগ্রাম করেই আমাদের গড়ে তোলেন। খুব বেশিদিন বাবার অভাবের ব্যাপারটি বুঝতে দেননি।
বাবার সরকারি চাকুরির জন্ম আমরা ছোটবেলায় বিভিন্ন স্থানে পড়াশোনা করতে বাধ্য হয়েছি। তবে এস এস সির পর নওগাঁ জেলা শহরে স্থায়ী হই এবং সেখানেই লেখাপড়ার শেষপর্যন্ত থেকেছি।
আমার জন্ম আমার নানা নানির বাড়ি আক্কেলপুর, জয়পুরহাটে। সেখানে আমাদের বর্তমান ছোট কুঁড়ে ঘর মায়ের ইচ্ছেতেই গড়ে তুলি। তবে বর্তমানে নাটোর শহরে বসবাস করছি।
একসময় বিভিন্ন এনজিওতে কাজ করলেও বেশিরভাগ সময় কেটেছে জয়পুরহাটের স্বনামধন্য একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে। একসময় স্টাফ থেকে কাজ শুরু করে সেখানকার আরও দুটি প্রতিষ্ঠানের এফ এ এবং পেশেন্ট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করি। ঐ অবস্থায় একটি আন্তর্জাতিক সংঘের আওতায় এইচ আই ভি প্রিভেনশনের উপর ট্রেনিং এবং ফিল্ডে কাজ করি সংশ্লিষ্টদের সাথে। শেষপর্যন্ত স্থানীয় অন্য আরেকটি প্রতিষ্ঠানের এফ এ এবং পেশেন্ট কাউন্সিলর সহ নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করি। ২০১৯ সালে স্বেচ্ছায় কাজ ছেড়ে দিয়ে বর্তমানে নিজ বাড়িতে পরিবারের সাথে জীবন কাটছে। ঐ কাজের সূত্রে আমার হাতে অসংখ্য রিকোভারী তৈরি হয়েছিল এবং তারা একন পর্যন্ত সুস্থ সুন্দর জীবন যাপন করছেন।
ছোট থেকেই লেখালেখির অভ্যাস ছিল। তার থেকেও বেশি অভ্যাস ছিল পড়ার। দেশি বিদেশি লেখকদের বই পেলেই মেলে ধরতাম।
২০২২ সালে একজন ফেসবুকে পরিচিত লেখক বন্ধুর পরামর্শ ফেসবুকের দেওয়ালের বাহিরেও সেই লেখা পাঠাতে শুরু করি। সম্ভবত সব জাতীয় দৈনিকেই মাঝে মধ্যেই আমার লেখা এসেছে বা আসে। যেটা অহংকার না, অনুপ্রাণার। এখনও লেখছি।
লেখালেখির পাশাপাশি একটি অনলাইন ভিত্তিক সাহিত্য সংগঠনের সাথে জড়িত এবং একটি অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাতা এবং নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছি আপনাদের দোয়ায়।
I am Abdullah Al Mamun Riton. In the literary world, many know me simply as "Al Mamun Riton." I am the only son of my parents, born in 1973 after my older sister. My mother was involved in student politics during her youth, and my father worked in the Water Development Board. Despite being a Hafiz of thirty parts of the Quran, he pursued a general education and entered government service. As a proud freedom fighter, he participated in the Liberation War of Bangladesh. Sadly, he passed away in 2000 at just 55 due to heart disease. Though deeply affected by his death, my mother, a strong and active leader in her student days, raised us with resilience and worked hard to secure our future, ensuring we never felt the depth of our father’s absence.
Due to my father's government job, we had to move frequently during my early years, attending different schools. However, after my SSC exams, we settled permanently in Naogaon, where I completed the rest of my education.
I was born at my maternal grandparents' home in Akkelpur, Joypurhat, where I later built a small house for my mother, fulfilling her wish. Currently, I reside in Natore.
Over the years, I have worked with various NGOs, but most of my career was spent at a renowned drug rehabilitation center in Joypurhat. Starting as a staff member, I eventually became an FA and patient counselor, serving alongside an international organization on HIV prevention and fieldwork. Eventually, I took on the role of Executive Director of another local organization. In 2019, I voluntarily retired to spend time with my family at home. Through my work, I had the privilege of helping countless people in their journey to recovery, many of whom now lead healthy lives.
I’ve been passionate about writing since childhood, though reading has always been my greatest joy. I would eagerly pick up books from both local and international authors whenever I could.
In 2022, a writer friend on Facebook encouraged me to share my writing beyond social media. Since then, my work has appeared in various national dailies—not something I take pride in but rather find inspiring. I am still actively writing.
Alongside writing, I am involved with an online-based literary organization and am also the founder and executive editor of an online magazine, all thanks to the support of those around me.